বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি পেশাজীবীদের ওপর অনেক আশাবাদী এবং আমি মনে করি পেশাজীবীদের ওপর আমাদের (বিএনপি) নির্ভরশীলতা বেড়ে গেছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। এটা আমাদের অনুধাবন করতে হবে। এ জন্য আমি বলবো আপনাদের ভূমিকা অনেক বেশি। অনেক অঙ্গসংগঠনের চেয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে আপনাদের ভূমিকা বাড়তে থাকবে। এটা কিন্তু বাংলাদেশে শুধু নয়, বিশ্বজুড়ে, আমি আগেই বলেছি। আমেরিকার নির্বাচন দেখেন, ভারতের নির্বাচন দেখেন, সর্বত্র কিন্তু এই পরিবর্তনটা চলে আসছে।’
Advertisement
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি এম গোলাম মোস্তফাকে সংবর্ধনা দেয়া হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি মনে করি পেশাজীবীদের ভূমিকা রাজনীতিতে আজকে এই প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশে নয়, বিশ্বের রাজনীতিতে, উপমহাদেশের রাজনীতিতে। আপনারা লক্ষ করবেন এই উপমহাদেশের রাজনীতিতেও ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি এখনও আছে। আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে পেশাজীবীদের দিকে চলে যাচ্ছে। ’
Advertisement
তিনি বলেন, ‘২০ বছর আগে যে ধরনের রাজনীতি ছিল সেই জায়গা থেকে দেশ এখন অন্য জায়গায়, অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এখানে আমাদের একটু বুঝতে হবে এবং সে কারণেই আমি বলছি, আজকে রাজনীতিতে পেশাজীবীদের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি। তবে আমাদের অঙ্গসহযোগী সংগঠনগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীলতা বিগত দিনে যেভাবে ছিল এখনও আছে। অনেক নির্ভরশীলতা আছে। সুতরাং আজকের এই যে উদ্যোগ, সংবর্ধনা দিচ্ছেন, সঠিক সময়ে সঠিক উদ্যোগ, এটার অনেক গুরুত্বপূর্ণ দিক আছে।’
আইনের শাসন না থাকায় আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার মামলা চলছে। আইনের শাসনের অভাবের কারণেই সরকারদলের পক্ষের মামলায় একরকম বিচার আর বিরোধীদলের পক্ষের মামলায় অন্যরকম বিচার চলছে।’
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/জেডএ/পিআর
Advertisement