দেশজুড়ে

রাজশাহীতে পদোন্নতির দাবিতে বিএমডিএ’র কার্যালয় ঘেরাও

পদোন্নতিসহ নানা দাবিতে রাজশাহী বরেন্দ্র বহমূখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা একজোট হয়ে প্রধান কার্যালয় ঘেরাও করেন। এ সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের সিলেকশন গ্রেড, টাইম স্কেল, সিনিয়র স্কেল ও পদোন্নতি বন্ধ হয়ে আছে। এতে করে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পরিবার-পরিজন নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। আবার দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করেও পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা কাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। এ কারণেই তারা সোমবার বিএমডিএ’র প্রধান কার্যালয় ঘেরাও করেন। সমাবেশে আন্দোলন কমিটির আহ্বায়ক শামসুল হুদার সভাপতিত্বে বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন। পরে তারা বিএমডিএ কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেন।  শাহরিয়ার অনতু/এসএস/এমআরআই

Advertisement