২৫ মার্চ থেকে কারাবন্দী কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজেমন জামিনে মুক্তি পাচ্ছেন। চার শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। তবে জামিনের আগে তাকে ৭৫ হাজার ইউরো জমা দিতে হবে।
Advertisement
এ ছাড়া জামিনে থাকা অবস্থায় দেশ ছেড়েও যেতে পারবেন না তিনি। বাসস্থান বদলালেও তা আদালতকে জানাতে হবে।
স্পেনের সরকার পুজেমনের বিরুদ্ধে যে দু’টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, জার্মানির আদালত তার একটি মেনে নিয়েছে। দুর্নীতির অভিযোগকে আমল দিলেও বিদ্রোহের অভিযোগের ভিত্তিতে প্রত্যর্পণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আদালত।
উল্লেখ্য, স্পেনের সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও পুজেমন স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করেছিলেন। এর জন্য প্রায় ১৬ লাখ ইউরো ব্যয় করা হয়েছিল। তাই তার বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে।
Advertisement
পুজেমনের মুক্তির খবরে কাতালুনিয়া রাজ্যে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।
সূত্র : ডয়চে ভেল।
এনএফ/এমএস
Advertisement