দেশজুড়ে

রাজবাড়ী জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

রাজবাড়ী জেলা প্রশাসকের অপসারণ চেয়ে রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা। জানা যায়, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নির্দেশে একুশে টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এ মামলা প্রত্যাহার চেয়ে ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাব চত্বর থেকে স্লোগানমুখর বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেন সাংবাদিকরা।জেলার সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. সানাউল্লাহর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতি ও প্রেসক্লাব সভাপতি চ্যানেল আই প্রতিনিধি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহ-সভাপতি ও আরটিভি প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহমেদ প্রমুখ।অবস্থানে জেলার ৫ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি, সংবাদ সংগ্রহক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।বক্তরা বলেন, একজন শিবিরের সাবেক সভাপতিকে জেলা প্রশাসক হিসেবে জেলাবাসী আর দেখতে চাননা। আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বাষির্কী উদযাপনের আগেই জেলা প্রশাসক শিবির নেতা মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করতে হবে। এছাড়া জেলায় কর্মরত একুশে টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।রুবেলুর রহমান/এমজেড/পিআর

Advertisement