জাতীয়

অন্তর্বাসে আড়াই কোটি টাকার স্বর্ণ, বিমান যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Advertisement

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মর্তুজা অালী অানসারী (৬৩) নামে ওই যাত্রীর অন্তর্বাস থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

তিনি রাজধানীর গুলশান-১ এলাকার ইব্রাহীম অালীর ছেলে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগত এসকিউ ৪৪৬ ফ্লাইটে শাহজালালে নামেন ওই যাত্রী।

Advertisement

পরে বিমানবন্দরে নেমে তিনি হুইলচেয়ার ব্যবহার করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তার চেহারা দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। তার কাছে স্বর্ণের বার রয়েছে- গোয়েন্দারা চ্যালেঞ্জ করলে তিনি অস্বীকৃতি জানান। এ সময় নিজেকে অসুস্থ দাবি করেন তিনি।

এরপর তাকে জোরালোভাবে বলা হয় স্বর্ণের বারগুলো বের না করে দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরে তিনি ভয়ে তার অন্তর্বাসে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণের বার বের করে দেন।

তিনি জানান, প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম করে মোট ৫০০০ গ্রাম (৫ কেজি) যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীকে অাটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শহিদুল ইসলাম।

Advertisement

জেইউ/এমবিআর/এমএস