অর্থনীতি

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের লভ্যাংশের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement

ডিএসই জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

ব্যাংকটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। আর শেষ হিসাব বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৫ টাকা ১১ পয়সা।

এমএএস/ওআর/বিএ

Advertisement