রাজনীতি

আমরা একবিন্দুও পিছপা হবো না : আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমন বলেছেন, ‘আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং গণতন্ত্রকে মুক্ত করা। গণতন্ত্র পুনরুদ্ধার করা। অবরুদ্ধ মানবাধিকার যে আজকে ভূলুণ্ঠিত এই মানবাধিকার প্রতিষ্ঠা করা।’

Advertisement

তিনি বলেন, ‘এই উদ্দেশ্যেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালিত করবো। আমরা একবিন্দুও পিছপা হবো না। সামনে এগিয়ে যাবো, হয় সফলতা না হয় আমাদের মৃত্যু, এর বাইরে আমাদের কোনো রাস্তা নেই। আমরা সামনে এগিয়ে যাবো।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি।

আমান বলেন, ‘আমাদের মাননীয় মহাসচিব অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর আজকে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কথা বলেছেন। জেলখানায় আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছিলেন, আমিও ছিলাম এবং আরও অনেকে জেলে আছে। অনেকে মুক্তি পেয়েছে।’

Advertisement

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একসূত্রে গাঁথা। অতএব গণতন্ত্র মুক্ত হতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত হতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জাম সেলিম, শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/জেডএ/বিএ

Advertisement