ক্যাম্পাস

চবির পাহাড়ে হঠাৎ আগুন, পুড়লো গাছ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু পাহাড়ি গাছ পুড়ে গেলেও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাটহাজারী উপজেলা দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে শিক্ষক সমিতি কার্যালয়ের পেছনে পাহাড়ে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে হঠাৎ আগুন দেখা যায়।

পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের যৌথ প্রচেষ্টায় পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাহাড়ের বেশ কিছু গাছ পুড়ে গেছে।

Advertisement

আবদুল্লাহ রাকীব/এএম/জেআইএম