দেশজুড়ে

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ভোলার ইলিশা ফেরিঘাট সড়কের দুটি পয়েন্ট সোমবার ভোর থেকে মেঘনা নদীতে সম্পূর্ণ ধসে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছ। এদিকে ফেরিতে বেশ কিছু যানবাহনসহ উভয় পাড়ে কয়েকশ যানবাহান আটকা পড়েছে। ঢাকা-চট্টগ্রামগামী শত শত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙন ঠেকানো যায়নি। ৩ দিন আগে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করার একদিন পরেই পাউবোর টাক্সফোর্স টিমের তদারকির দায়িত্বে থাকা এক সদস্য ব্যক্তিগত কাজে বরিশাল যাওয়ায় একদিন কাজ বন্ধ থাকে। আর এজন্যই ভাঙন ভয়াবহ হয়ে ওঠে। এমন অভিযোগ স্থানীয়দের।পাউবো  নির্বাহী প্রকেশৈলী আব্দুল হাকিম জানান, তারা ভাঙন রোধে রাত জেগে কাজ করছেন। সড়ক বিভাগের নির্বাহী  প্রকৌশলী শাহীন জাগো নিউজকে জানান, এ মুহূর্তে সড়ক সংস্কার করা সম্ভব নয়। ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার মো. আবু আলম জাগো নিউজকে জানান, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল করা সম্ভব হবে না। তাই অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। অমিতাভ অপু/এমজেড/এমএস

Advertisement