জাতীয়

যমুনার তলদেশে টানেল নির্মাণে জাপানের সহায়তা চায় সরকার

যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। জাপান সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সোমবার সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ লিগের সঙ্গে আলোচনাকালে এ অনুরোধ জানান।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লিগের ভাইস-প্রেসিডেন্ট, সাবেক ভূমি, পরিবহন, অবকাঠামো ও পর্যটনমন্ত্রী তাকেসি মায়াদো এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী এসময় মেট্রোরেলসহ দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদারসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এসএ/এএইচ/এমএস

Advertisement