রাজনীতি

নির্বাচন কমিশনকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি বিএনপির

১৮ বছরের কম নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগকে বেআইনী কার্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই বেআইনি কর্মকাণ্ডের কারণে নির্বাচন কমিশনকে স্বেচ্ছায় পদত্যাগের দাবিও করেছেন তিনি।  সোমবার দুপুরে নয়পল্টনের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।কমিশনকে নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি আখ্যায়িত করে রিপন বলেন, যেহেতু তারা নির্লজ্জ, তাই যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা (বিএনপি) রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে তাদের অভিশংসনের (ইমপিচ) দাবি করছি।উল্লেখ্য, গত শনিবার থেকে হালনাগাদ ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ২ জুলাই ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, যেসব নাগরিক ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম গ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।ওই সময় তিনি আরও বলেন, ২০১৫-১৬ বছরের হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে একসঙ্গে তিন বয়সীদের অর্থাৎ বর্তমানে যাদের বয়স ১৫, ১৬ অথবা ১৭ বছর তাদের তথ্য সংগ্রহ করা হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটারযোগ্য হবেন। এ ছাড়া ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে তাদেরও তথ্য সংগ্রহ করা হবে।এমএম/এএইচ/এমএস

Advertisement