দেশজুড়ে

বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী কারাগারে

২০ দলীয় জোটের ডাকা সরকার বিরোধী আন্দোলন চলাকালীন পুলিশের দায়ের করা নাশকতার পৃথক ছয়টি মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবাব দুপুর ১২টার দিকে ওই ছয়টি মামলায় বরিশালের পৃথক ৩ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। ওই ৩ আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতগুলো হচ্ছে, স্পেশাল ট্রাইব্যুনাল-১, স্পেশাল ট্রাইব্যুনাল-৩ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।কারাগারে প্রেরণকৃতরা হলেন, বাবুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিন্টু বেপারী, হুমায়ূন কবির, রাজন সিকদার, মাহবুব আলম ভুট্টু, এনামুল ও মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী।আসামি পক্ষের আইনজীবী শেখ হুমায়ুন কবির মাসউদ ও শাহ আমিনুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে জানান, গত জানুয়ারি মাসে ২০ দলীয় জোটের ডাকা সরকার বিরোধী আন্দোলন চলাকালীন সময় পুলিশের দায়ের করা গাড়ি ভাঙচুর, রাস্তা কেটে যান চলাচলে বিঘ্ন করা, সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলাসহ নাশকতার পৃথক ছয়টি মামলায় তাদের আসামি করা হয়। মামলাগুলো হলো, বিমানবন্দর থানার জিআর ৪/১৫, ৫/১৫, ৭/১৫, ৩১/১৫ ও স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর ৫৩/১৫ এবং ৪৬/১৫। ওই সব মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। তবে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান আদালতের বিচারকরা।সাইফ আমীন/এমজেড/এমএস

Advertisement