খেলাধুলা

নিউজিল্যান্ডের বর্ষসেরা বোল্ট

হ্যাটট্রিকের সুযোগ ছিল কেন উইলিয়ামসনের সামনে। তবে ট্রেন্ট বোল্টের কাছে হার মানলেন কিউই এই অধিনায়ক। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতে নিলেন বোল্ট।

Advertisement

২০১৭-১৮ মৌসুমে তিন ফরমেট মিলিয়ে ৭৭টি উইকেট পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক। ওয়ানডেতে ইতিহাসে ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে এই মৌসুমেই একশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। সবমিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জয়ের দাবিদার হয়ে উঠেছিলেন এই পেসার।

এদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের ট্রফি উঁচিয়ে ধরেন রস টেইলর। সেরা ফার্স্টক্লাস ব্যাটসম্যান হিসেবে ‘রেডপাথ কাপ’ও গ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সেরার আসনে বসেন মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো সেরা বোলার হয়ে ‘উইনসর কাপ’ জিতে নেন নেইল ওয়াগনার। নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন সোফি ডিভাইন।

Advertisement

এমআর/আরআইপি