জাতীয়

রাজীবের হাত বিচ্ছিন্নের ঘটনায় যাত্রী অধিকার আন্দোলনের নিন্দা

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে মাঝে চাপা পড়ে তিতুমীর কলেজের মেধাবী শিক্ষার্থী রাজীবের হাত হারানোর ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে যাত্রী অধিকার আন্দোলন।

Advertisement

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম এমন দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি রাজধানীর গণপরিবহনগুলো বেপরোয়া হয়ে উঠেছে। বারবার বলার পরও পরিবহনগুলোকে শৃঙ্খলে আনতে কোনো ব্যবস্থা না নেয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা বাসচালকরা ইচ্ছাকৃত করে থাকে।

তারা আরও বলেন, রাজধানীর সড়কে গণপরিবহনগুলো বেশি যাত্রী পেতে নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটায়। তারা একটি গাড়ির ওপর আরেকটি উঠিয়ে দিতেও দ্বিধা করে না। এগুলো প্রশাসনের সামনে হলেও কোনো ব্যবস্থা নেয়া হয় না।

Advertisement

দোষী বাসচালকদের সর্বোচ্চ শাস্তি ও ভুক্তভোগীকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তারা।

যাত্রী অধিকার আন্দোলনের নেতারা বলেন, যদি দু-একটি ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় তাহলে মানুষের জান নিয়ে বাস চালকদের এ ধরনের খেলা বন্ধ হবে। না হলে তারা আরও বেপরোয়া হয়ে যাবে।

জেডএ/বিএ

Advertisement