জাতীয়

বিএনপি নেতাদের তথ্য চেয়ে ৭ ব্যাংকে দুদকের চিঠি

বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাসহ ১০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সাত ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বুধবার এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের অনুসন্ধান কর্মকর্তা সামছুল আলম নিশ্চিত করেছেন।

যেসব ব্যাংকে চিঠি দেয়া হয়েছে সেগুলো হলো-এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ডাচ্-বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আরব বাংলাদেশ ও ঢাকা র‌্যাংক।

এর আগে সোমবার দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত চিঠিতে বিএনপি নেতাদের ‘সন্দেহজনক’ লেনদেন অনুসন্ধানে সিদ্ধান্তের কথা জানান।

Advertisement

চিঠিতে বলা হয়, ৩০ দিনে তাদের অ্যাকাউন্ট থেকে মানিলন্ডারিং ও সন্দেহজনক ১২৫ কোটি টাকা লেনদেনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিএনপির অভিযুক্ত নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোরশেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

একই অভিযোগ আসায় মোরশেদ খানের ছেলে ব্যবসায়ী ফয়সাল মোরশেদ খান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমানের বিষয়েও অনুসন্ধান করবে দুদক।

এসআই/এএইচ/জেআইএম

Advertisement