খেলাধুলা

প্রায় ৮ ফুট উচ্চতা থেকে বাইসাইকেল কিকটি নেন রোনালদো

অবিশ্বাস্য, চোখ ধাঁধানো, নয়নাভিরাম। চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক গোল নিয়েই এখন আলোচনা পুরো ফুটবল বিশ্বে। বাইসাইকেল কিক তো এমনিতেই দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে রোনালদোরটা ছিল আর দশটার থেকে আলাদা। শুনলে অবাক লাগতে পারে, প্রায় ৮ ফুট উচ্চতা থেকে এই কিকটা নিয়েছেন পর্তুগিজ যুবরাজ।

Advertisement

রোনালদোর দুরন্ত পারফরম্যান্সেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদো একাই করেন দুই গোল। তবে দুই গোল নিয়ে নয়, প্রাদপ্রদীপের আলো পুরোটাই এখন বাইসাইকেল কিকে করা রিয়াল তারকার দ্বিতীয় গোলটির দিকে। গোলটা এতটাই অসাধারণ ছিল যে, খোদ জুভেন্টাস সমর্থকরাও দাঁড়িয়ে একে অভিভাবদন জানায়।

এখনও এই গোলের খুঁটিনাটি পর্যবেক্ষণ চলছে। তাতে বেরিয়ে এসেছে, গোলটা করার সময় মাথা নিচের দিকে রেখেই বাতাসে ২ দশমিক ৩৮ মিটার উচ্চতায় শটটা নিয়েছিলেন রোনালদো। ফুটের হিসেবে যেটি প্রায় ৭ ফুট ৮ ইঞ্চি। এসময় রোনালদোর পিঠটা ছিল মাটি থেকে ১ দশমিক ৪১ মিটার উপরে (প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি)। আসলেই অবিশ্বাস্য!

এমএমআর/এমএস

Advertisement