দেশজুড়ে

নাটোরে ১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়া থেকে হত্যাসহ ১১টি মামলার পলাতক আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার জামনগর বাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার আব্দুল করিম সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।

বুধবার সকালে নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে আব্দুল করিমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, অস্ত্র ও হত্যা মামলাসহ ১১টি মামলার পলাতক আসামি আব্দুল করিম জামনগর বাজারে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তেতে রাতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় জামনগর বাজারের একটি চায়ের স্টলে বসে থাকা আব্দুল করিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

Advertisement

পরে পুলিশ তার পিছু নিয়ে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই গ্রেফতার আব্দুল করিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের অভিযোগে বাগাতিপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/আরআইপি