বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নতুন কমিটির সকল সদস্যরা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার বিকেলে তার গণভবনে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।প্রসঙ্গত, রোববার ছাত্রলীগের ২৮ তম সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হন। কেন্দ্রীয় কমিটির এই নির্বাচনে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট তিন হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮১৯ জন ভোট দেন। এর মধ্যে সাইফুর রহমান সোহাগ ২৬৯০ ভোট পেয়ে সভাপতি এবং জাকির হোসেন ২৬৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এমএইচ/এআরএস/এমএস
Advertisement