ভিন্ন সেটে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় মাদারীপুরের কালকিনিতে কেন্দ্র সচিবসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার জন্য কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, সোমবার সারাদেশে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা 'খ' সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী 'ক' সেটে পরীক্ষা দেয়। বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলার মানুষের মাঝে সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেখানে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা তানজিল মুমুকে আগামীতে সকল পরীক্ষার দায়িত্ব দেয়া হয়। সেইসঙ্গে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
নাসিরুল হক/এফএ/আরআইপি
Advertisement