২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে অপো। যার পেছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
Advertisement
অপো এফ৭ নামের এই স্মার্টফোনে রয়েছে হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০, কভার শট এবং অগমেন্টেড রিয়্যালিটি (এআর) স্টিকার।
২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি অপো এফ৭ হ্যান্ডসেটে রয়েছে ইন-বিল্ট সেন্সর এইচডিআর ফিচার।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
দুই সিমের ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিওভিত্তিক কালার ওএস ৫.০ ওএস, ৬ দশমিক ২৩ ইঞ্চ ফুল এইচডি প্লাস স্ক্রিন, ৬৪ বিট মিডিয়াটেক হেলিও পি৬০ অক্টাকোর প্রসেসর রয়েছে। ৪ জিবি ও ৬ জিবি সংস্করণের দুটি মডেলে আসবে ফোনটি। যার ব্যাটারি হবে ৩ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের।
এএ/পিআর