বিনোদন

বজরঙ্গী ভাইজান পাকিস্তানে বন্ধের দাবি

বলিউড পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পর্দা কাপানো বজরঙ্গী ভাইজান ছবিটি পাকিস্তানে বন্ধের দাবি উঠেছে। দেশটির টুইটার ব্যবহারকারিরা এ নিয়ে তাদের সরব অবস্থান জানান দিচ্ছেন। এ থেকে বাদ নেই পাকিস্তানের অভিনেতারাও। পাকিস্তানের টুইটার ব্যবহারকারিদের দাবি, ছবিটি তাদের দেশে দেশে বন্ধ করা হোক। এর যুক্তি হিসেবে অনেকেই বলেছেন, ছবিটির মাধ্যমে পাকিস্তানের চেয়ে ভারতের মানুষের মধ্যে মানবিকতা অনেক বেশি বলে তুলে ধরার চেষ্টা করেছে ছবিটির নির্মাতারা। পাকিস্তানের সাবেক অভিনেতা হামজা আলী আব্বাসি জানান, ভারতের অভিনেতা এবং রাজনীতিকরা সরাসরি আমাদের সন্ত্রাসী বলে। তাই তাদের ছবি পাকিস্তানে বন্ধ করা উচিত। এএইচ/এমএস

Advertisement