খেলাধুলা

১৯৩৪ সালের পর টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়

অস্ট্রেলিয়ার দুর্দিনে কষ্টটা আরও বাড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা। স্মিথ-ওয়ার্নারবিহীন দলটিকে ৪৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের উৎসব করছে প্রোটিয়ারা। যে জয়টা শুধু তাদের ইতিহাসের সেরাই নয়, টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়গুলোর মধ্যে একটা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ৪৮ বছরে টেস্ট সিরিজ হারেনি অস্ট্রেলিয়া। এবার হারলো এবং সেটা বড়সড় লজ্জা নিয়েই। ওয়ান্ডারার্সে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি পঞ্চম দিন পর্যন্ত গড়ালেও অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে ৪৯২ রানের হারের লজ্জা। এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয়। শুধু তাই নয়, ১৯৩৪ সালের পর যে কোনো দলের সবচেয়ে বড় জয় এটি।

৫০০ রানের উপর হারের রেকর্ড আছে টেস্ট ইতিহাসে তিনবার। এর মধ্যে সবচেয়ে বড় জয়টি ১৯২৮ সালে ইংল্যান্ডের, এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অসিরা, যেটি আবার ছিল কিংবদন্তী স্যার ডন ব্র্যাডমানের অভিষেক ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয়টি ছিল এতদিন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৭-০৮ মৌসুমে তাদের বিপক্ষে ৩৫৮ রানে জিতেছিল প্রোটিয়ারা।

Advertisement

এমএমআর/এমএস