ফিচার

অনলাইনে কিনুন কোরবানির পশু

কষ্ট করে আর পশুর হাটে যেতে হবে না, এবার ঘরে বসেই কিনুন কোরবানির জন্য পছন্দের পশু। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে পণ্য বিক্রির বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এখন বিক্রি হচ্ছে গরু, খাসি, এমনকি উটও। এর পাশাপাশি গরু-খাসি বিক্রির জন্য খোলা হয়েছে নতুন নতুন ফেসবুক পেজ।এসব পেজ ও ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গবাদিপশুর ছবি, বিবরণ ও দাম যেমন আছে, তেমনি আছে কোন পশু কোন এলাকা থেকে আনা হয়েছে তার বিবরণ। কোনো কোনো ওয়েবসাইট বলছে, কেবল সম্মতি দিলেই ক্রেতার বাড়ি পৌঁছে যাবে পছন্দের গরু বা খাসি। ‘ডিজিটাল’ পশুর হাট নিয়ে প্রস্তুত রয়েছে এখনই ডটকম, বিক্রয় ডটকম, উপহার টু মি ডটকম, আমারদেশ ই-শপ ডটকমসহ বিভিন্ন অনলাইনে পণ্য বিক্রির ওয়েবসাইট। কোরবানির পশু বেচা-বিক্রির এসব ওয়েবসাইটে গরু-খাসির ছবি, দাম, আনুমানিক ওজন, বর্তমানে পশুটি কোথায় আছে এবং বিক্রেতার সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর দেয়া হয়েছে। কিছু পশুর ছবির ওপর লাল রঙের লিখে দেয়া হয়েছে ‘সোল্ড আউট’, অর্থাৎ পশুটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।কোরবানির পশু বিক্রি করতে গাবতলী ক্যাটেল মার্কেটসহ বিভিন্ন নামে কয়েকটি ফেসবুক পেজও খোলা হয়েছে। এসব ফেসবুক পেজে ‘লাইক’ দিয়ে পছন্দের পশু নিয়ে কমেন্ট করে বিক্রেতাদের সঙ্গে দরদামও করা যাচ্ছে।

Advertisement