ধর্ম

যে কোনো খাবার গ্রহণ শেষে যে দোয়া পড়বেন

হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ আহার করে সে যেন (بِسْمِ الله) বিসমিল্লাহ বলে। অতঃপর ডান হাত দিয়ে খাবার গ্রহণ শুরু করে। (বুখারি ও মুসলিম)

Advertisement

খাবার নাস্তা হোক কিংবা হালকা বা ভারী যে কোনো সাধারণ খাবার ও পাণীয় হোক, হতে পারে কোথাও যাত্রা পথে এক গ্লাস পানি বা চা পান করা; সব ধরণের সাধারণ খাবার ও পাণীয় গ্রহণ শেষেও প্রিয়নবি দোয়া পড়ার জন্য তাঁর উম্মতকে নসিহত করেছেন। যাতে প্রতিটি খাবারে ভবিষ্যতে বরকত ও কল্যাণ লাভ হয়। হাদিসে এসেছে-

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ -

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক্ লানা ফীহি ওয়া আত্বয়িমনা খাইরাম্ মিনহু।

Advertisement

অর্থ : ‘হে আল্লাহ! আমাদেরকে এতে (গ্রহণ করা খাবারে) বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্যদান করুন।’ (তিরমিজি, আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হালকা, ভারী যে খাবারই গ্রহণ করুক না কেন, সব ধরনের খাবারে বরকত দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

Advertisement