জাতীয়

শান্তিনিকেতনে উদ্বোধন হবে বাংলাদেশ ভবন

ভারতের শান্তিনিকেতনে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ ভবন। মে মাসের তৃতীয় সপ্তাহে বিশ্বভারতীর ‘আচার্য’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ভবন উদ্বোধন করবেন বলে শোনা যাচ্ছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যম জানায়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বাংলাদেশ ভবনের উদ্বোধন করা যায় কিনা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সচিবালয়ও জানতে চেয়েছে। যেহেতু জুনে খুব গরম। তারপর বিশ্ববিদ্যালয়ে ছুটি রয়েছে। তাই সমাবর্তন মে মাসে হলেই ভালো হয়।

সূত্র আরও জানায়, ২৫ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা সরকার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ করেছে। তাই মোদিকে এ অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শান্তিনিকেতনে বাংলাদেশের অর্থায়নে ‘বাংলাদেশ ভবন’টি নির্মিত হয়ে গেলেও এখনো উদ্বোধন করা হয়নি। ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে ওই ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় দু’দেশ।

Advertisement

এসইউ/জেআইএম