শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটে ফেল ৯৬.৯০ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘চ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৩ দশমিক ১০ শতাংশ। ফেল করেছে ৯৬ দশমিক ৯০ শতাংশ পরীক্ষার্থী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।এ পরীক্ষায় আবেদন করেছিল ৮ হাজার ৯৮৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ২৯২ জন। পাস করেছে ২২৬ জন। ২টি উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘চ’ ইউনিটে আসন সংখ্যা ১৩৫টি।পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো মোবাইল থেকেও ফল জানা যাবে। মোবাইলে ফল জানতে du স্পেস cha স্পেস roll নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement