রাজনীতি

‘একদিনও মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হয়নি’

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর দলীয় সরকার প্রতিষ্ঠা করেই উপনিবেশিক শাসন ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। এই উপনিবেশিক শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসনে দেয়া হয়েছে। গত ৪৭ বছরে একদিনও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়নি। বরং মুক্তিযুদ্ধের চেতনা থেকে রাষ্ট্রকে আলাদা করা হয়েছে।

Advertisement

কমল নগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের শান্তির হাট বাজারে এক পথসভায় রব এসব কথা বলেন।

রব আরও বলেন, শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির কারণে স্বাধীন বাংলাদেশ এখন গণবিরোধী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের অংশীদারিত্ব ভিত্তিক রাষ্ট্রীয় রাজনীতি চালু করতে হবে,জেএসডির ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

এ বি এম বাবুল মুন্সির সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন- জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব, কমল নগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নীরব, হারুন ডিলার, শহীদ ফরায়েজী, যুবপরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, রিয়াদ।

Advertisement

এফএইচএস/এনএফ/এমএস