প্রবাস

সৌদি আরবেও এইচএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবেও অনুষ্ঠিত হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।

Advertisement

২ এপ্রিল বাংলাদেশের সঙ্গে সময় মিল রেখে সৌদি সময় সকাল ৭টায় এ পরীক্ষা শুরু হয় রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ।

এবার সৌদি আরবের রিয়াদে বসবাসরত ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৩৪ ও ছাত্রী ৫০ জন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ জন।

এদিকে রিয়াদকেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের দ্বিতীয় সচিব শফিকুল ইসলাম। আর দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম কেন্দ্র পর্যবেক্ষণ করেন।

Advertisement

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থীর সঙ্গে কথা জাগো নিউজের। তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে বলে জানিয়েছে।

জেডএ/এমএস