ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সব টিকিটে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া। একই সঙ্গে মালয়েশিয়া ভ্রমণের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে সংস্থাটি।রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের (তাস) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।তাস’র প্রধান নির্বাহী কর্মকর্তা সাদি আবদুল্লাহ জানান, এয়ার এশিয়ার ৩০০ মিলিয়ন যাত্রী পরিবহন ক্ষণগননা উপলক্ষে রোববার) থেকে ১০ আগস্ট পর্যন্ত ২০ শতাংশ ছাড়ে টিকিট বুকিং দেয়া যাবে। এই টিকিটে সময়ভেদে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।সাদি আবদুল্লাহ জানান, ২০ শতাংশ ছাড়ের পর ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ভ্রমণের সময় ভেদে রিটার্ন টিকিটের মূল্য দাঁড়াবে সর্বনিম্ন ২০ হাজার ৯শ’ ৩৮ থেকে ২২ হাজার ৮শ’ ৫৮ টাকা। এই মূল্যে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট কেনা যাবে। আর ২৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২৪ হাজার ১৪০ টাকা এবং ডিসেম্বর মাসে ভ্রমণের জন্য ভাড়া হবে ২৩ হাজার ১৭৮ টাকা।রাজধানীর গুলশান, বনানী ও মতিঝিলে এয়ার এশিয়ার কার্যালয় এবং সংস্থাটির এজেন্টদের কাছ থেকে টিকিট কেনা যাবে। টিকিট ও প্যাকেজ ভ্রমণের বুকিং দিতে চাইলে আগ্রহীরা এয়ার এশিয়ার holiday@totalairbd.com, reservation@totalairbd.com, sales@totalairbd.com ঠিকানায় ই-মেইলও করতে পারবেন।বিএ
Advertisement