ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে রীতিমত উড়িয়ে দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈম ইসলামের দল ম্যাচটি জিতেছে ৮ উইকেট আর ১৬৩ বল হাতে রেখে।
Advertisement
গাজী গ্রুপকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। টসের সুবিধাটা ভালোই কাজে লাগিয়েছেন তাদের বোলাররা। আলাদা করে বললে মোহাম্মদ শহীদ। ডানহাতি এই পেসার একাই ৪ উইকেট নিয়ে ধ্বসিয়ে দিয়েছেন গাজীকে। ৪৫.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জহিরুল ইসলাম ৩১ আর জাকের আলী ৩০ রান না করলে আরও বড় লজ্জায়ই পড়তে হতো দলটিকে।
১৫৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তেমন কোনো কষ্টই হয়নি রূপগঞ্জের। শুরুতে আবদুল মজিদ ৪ রান করে ফিরলেও পরে হেসেখেলেই জয় তুলে নিয়েছে তারা। মোহাম্মদ নাঈম ৪৫ রান করে আউট হন। এরপরের কাজটা সেরেছেন অভিষেক মিত্র আর মুশফিকুর রহীম। অভিষেক ৫৭ আর মুশফিক ৩০ রানে অপরাজিত ছিলেন।
এমএমআর/আরআইপি
Advertisement