ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিনয়শিপে অংশ নিতে আজ রাশিয়া যাচ্ছেন তিন সাঁতারু। তারা হলেন মাহফিজুর রহমান সাগর, মোহাম্মদ জুয়েল আহমেদ ও সোনিয়া আক্তার টুম্পা। তাদের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি হিসেবে ফেডারেশনের কর্মকর্তা এমবি সাইফ ও টিম অফিসিয়াল হিসেবে যাচ্ছেন সেলিম মিয়া। গত শুক্রবার রাশিয়ার কাজানে শুরু হয়েছে ১৬তম ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। শেষ হবে ৯ আগস্ট।বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনিয়া আক্তার টুম্পা ৫০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাইয়ে এবং সাগর ৫০ মিটার ফ্রি স্টাইল ও জুয়েল ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বলেই এই প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য শুধু টাইমিং ভালো করা।সোনিয়া আক্তার টুম্পা বলেন, এখানে বিশ্বসেরা সাঁতারুরা অংশ নিয়ে থাকেন। তাদের সঙ্গে পাল্লা দেয়া স্বপ্নের মতো। আমাদের লক্ষ্য থাকবে টাইমিং ভালো করা।এদিকে দলের টিম অফিসিয়াল কাম কোচ সেলিম মিয়া বলেন, বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে যারা অংশ নিতে আসেন, তারা সবাই বিশ্বমানের সাঁতারু। সেখানে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাটা আমাদের জন্য দুঃস্বপ্ন। আমাদের লক্ষ্য থাকবে টাইমিং ভালো করা।তিনি আরো বলেন, পদকের জন্য আমাদের প্রধান লক্ষ্য সাউথ এশিয়ান (এসএ) গেমস। আসন্ন ওই গেমসকেই আমরা পদকের লক্ষ্য স্থির করেছি। তাই ফিনা থেকে এসে সাফে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পদক জিততে চাই।বিএ
Advertisement