নিউজিল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। জিততে হলে স্বাগতিক নিউজিল্যান্ডকে করতে হবে ৩৮২ রান। অবশ্য জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এরই মধ্যে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। শেষ দিন জিততে হলে কিউইদের করতে হবে ৩৪০ রান।
Advertisement
হ্যাগলি ওভালে চতুর্থ দিন ৩ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রুট ও ডাভিড মালান পৌঁছান ফিফটিতে। ৫৩ রান করা মালানকে ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। আর ৫৪ রান করা রুটকে বিদায় করে দেন নিল ওয়েগনার।
এরপর তেমন কোনো জুটি গড়ে পারেনি অতিথিরা। শেষ জনি বেয়ারস্টো ৩৬ করে সাজঘরে ফিরলে ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন রুট। জবাবে ব্যাট করতে নেমে ২৩ ওভারে মাত্র ৪২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। চা বিরতির পর আলো স্বল্পতার কারণে দিনের ইতি টানেন আম্পায়াররা।
এর আগে ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৩০৭ করেছিল ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ পর্যন্ত যেয়ে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৫২ তুলে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।
Advertisement
এমআর/জেআইএম