কুশল পেরেরার দুর্দান্ত শতকে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাকিস্তানকে ১৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচ হারলেও ৩-২ আগেই সিরিজ নিশ্চিত করেছিল সফরকারী পাকিস্তান। এ সিরিজ জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে এসেছে আজহার আলির দল।রোববার হাম্বানটোটায় স্বাগতিকদের বড় সংগ্রহে মূল ভূমিকা ছিল পেরেরার, ১১৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক। ১০৯ বলে ৯টি চার ও চাটি ছয়ে সাজানো ছিল উদ্বোধনী এই ব্যাটসম্যানের ইনিংস।এছাড়া সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন দিলশান। ৭০ বলে ছয়টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এই ইনিংসে শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে ৩১৯ ম্যাচ খেলে ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের মোট রান ১০ হাজার সাত।পঞ্চম উইকেটে অধিনায়ক ম্যাথিউস ও মিলিন্দা শ্রীবর্ধনের মারমুখি ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ম্যাথিউস ৪০ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৭০ রান করেন। শ্রীবর্ধনে ২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫২ রান করেন।পাকিস্তানের পক্ষে রাহাত আলি ৭৪ রানে দুই উইকেট নেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৩৭.২ ওভারে ২০৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সচিত্রা সেনানায়েকে।বৃহস্পতিবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।বিএ
Advertisement