ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ বলবে পেলে, আবার কেউ বলবে ম্যারাডোনা। বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মেসিকেও অনেকে এগিয়ে রাখেন এ দুইজনের চেয়ে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক কোচ কার্লোস বিলার্দোর কণ্ঠে ভিন্ন সুর। তিনি জানালেন, পেলে-ম্যারাডোনার পর্যায়ে যেতে হলে মেসিকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে।
Advertisement
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিলার্দো বলেন, ‘মেসিকে সব সময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়, তবে তার পর্যায়ে পৌঁছাতে হলে মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে হবে।’
১৯৮৬ সালে ম্যারাডোনার দলের কোচ ছিলেন বিলার্দো। তার অধীনেই দ্বিতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি জেতে আর্জেন্টিনা। এবার মেসিকে পরামর্শ দিলেন বিশ্বকাপের ট্রফি জেতার।
বিলার্দো জানান, ‘আর্জেন্টিনার এবার ভালো সুযোগ রয়েছে। তবে মেসিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন, কোনো ডিফেন্সিভ বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া যাবে না। দল এখন শক্তিশালী এবং ২০১৪ সালের চেয়েও ভালো অবস্থানে থেকে যেতে পারবে, যখন আমরা জিতবো। আমরা জার্মানির চেয়েও ভালো।’
Advertisement
এমআর/জেআইএম