ট্র্যাকে নামলে অনেকটা হেসে খেলে জয় তুলে নেন উসাইন বোল্ট। দৌড়ের মাঝে আবার ডানে বামে তাকিয়ে দেখেন কার অবস্থান কোথায়। দৌড়টাকে নিছক মজা বানিয়ে ফেলেছেন এই জামাইকান গতিদানব। লন্ডনের চিত্র ছিল পুরোপুরি আলাদা। তার জীবনের প্রথম কোনো দৌড়ে তিনি সিরিয়াস ছিলেন।আর এই প্রতিযোগিতা জিতে লন্ডনের একটি নাইটক্লাবে নেচে গেয়ে উদযাপন করলেন বোল্ট। রাত সাড়ে ৪টা পর্যন্ত নাইটক্লাবে আমোদ-প্রমোদ করে কাটিয়েছেন তিনি। বরাবরই আমোদপ্রিয় বোল্ট অনেকবারই নাইটক্লাবে রাত পার করেছেন। এমনকি নিজের ফ্ল্যাটেও হরহামেশা পার্টির আয়োজন করে থাকেন তিনি। রাতভর চলে সেই পার্টি।তবে চোট সারিয়ে কতোটা সফল হবেন তিনি তা নিয়ে অবশ্য গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি সেটা আবারো প্রমাণ করলেন।লন্ডনের বার্ষিকী দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হলেন তিনি। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন সব জল্পনা। চ্যাম্পিয়ন হয়ে প্রবল উচ্ছ্বাসে ভেসে গেলেন।আরটি/বিএ
Advertisement