ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু (৩২) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন।
Advertisement
এর আগে রোববার রাত ৮টার দিকে রূপপুর মোড় এলাকায় তার উপর সশস্ত্র হামলা করা হয়। তার শরীরে একাধিক গুলি ও ধারালো অস্ত্রের আঘাত ছিল। পিন্টু চররূপপুর তিন বটতলা এলাকার আজাদ হোসেনের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, পিন্টু রূপপুর মোড়ে একটি ওষুধের দোকানে দাঁড়িয়ে ছিল। এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার কোমরে দুটি গুলি লাগে। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
Advertisement
রূপপুর পারমানবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল পাশা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিন্টুকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ সময় তার শরীরে গুরুতর জখম ও গুলির চিহ্ন দেখা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম
Advertisement