রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে যুবদলের লিফলেট বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলালের পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

তাতে বলা হয়, ‘বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তক, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।’

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই কর্মসূচিতে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতিক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা দোষে ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক মামলায় নির্জন পরিত্যক্ত কারাগারে চরম অসুস্থ অবস্থায় ক্যাঙ্গারু কোর্টের মামলায় সাজা খাটছেন। আর দেশের শেয়ারবাজার লুণ্ঠনকারী, রাষ্ট্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ডাকাডি, বিদেশে ছয় লাখ কোটি টাকা পাচারকারীরা দেশ দাবড়িয়ে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার অপরাধ তার আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি কখনো নির্বাচনে পরাজিত হন না, তিনি দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে সবার আগে স্থান দেন তিনি কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেন না। এ কারণে আর্ন্তজাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারের নির্জন কারাগারে তাকে আজ বিনা দোষে সাজা ভোগ করতে হচ্ছে। আর আমরা যখন এই অবিচার, জুলুম ও নির্যাতনের বিচার চাই, আমরা যখন শেয়ারবাজার লুণ্ঠনকারী, ব্যাংক ডাকাতদের নাম জানতে চাই তখন আমাদের গুম করা হয়, হত্যা করা হয়।’

Advertisement

যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, ‘যদি নির্জন কারাগারে খালেদা জিয়ার কিছু হয় তাহলে কেউ রক্ষা পাবে না। জনতার হৃদয়ের আগুন যখন রাস্তায় প্রজ্বলিত হবে তখন কোনো দুর্ভেদ্য দুর্গও রক্ষা পাবে না।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমুখ।

কেএইচ/জেডএ/আরআইপি

Advertisement