দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা শুনতে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার (২৬ জুলাই) থেকে এ দুটি বেঞ্চ দুদক আইনের অধীনে দায়েরকৃত মামলা, রায় আদেশ হতে উদ্ভূত সকল প্রকার রিট, রিভিশন, বিবিধ পিটিশন, আপিল গ্রহণের আবেদনপত্র শুনানি এবং এ সংক্রান্ত রুল শুনানি গ্রহণ করবেন।এর আগে এ বিষয়ে শুধু একটি বেঞ্চ (বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান) ছিলো। যে বেঞ্চে দুদকের দায়ের করা মামলার বিচার কার্যক্রম চলতো। এ বেঞ্চ এখন ভ্যাট কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল অ্যাক্ট এর আওতাধীন বিষয় ব্যতীত সকল প্রকার রিট শুনানি গ্রহণ করবেন।সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন সংক্রান্ত একটি নির্দেশনায় ২২ জুলাই স্বাক্ষর করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এতে দেখা যায়, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস. এম মজিবুর রহমানকে দুদক সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।এখতিয়ারে বলা হয়, ‘শুনানির জন্য দুর্নীতি দমন আইনের অধীন দায়েরকৃত মামলা, রায়, আদেশ হইতে উদ্ভুত সকল প্রকারের রিট মোশন, বিবিধ পিটিশন, আপিল গ্রহণের আবেদনপত্র শুনানি এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদপত্র গ্রহণ ও শুনানি। অগ্রাধিকার ভিত্তিতে যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ করিবেন।’ এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আগে একটি ছিলো। এখন দুটি বেঞ্চ দেয়া হয়েছে। তবে পুরানো বেঞ্চে যেসব মামলার রায় অপেক্ষমাণ আছে কিংবা আংশিক শুনানি হয়েছে সেসব মামলা আগের বেঞ্চে নিষ্পত্তি করতে পারবেন।এফএইচ/এসএইচএস/আরআইপি
Advertisement