দেশজুড়ে

সিলেটে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৬টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢুল বাজিয়ে রথ টেনে টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবীবাজার মোড়ে মেলা প্রাঙ্গণে নিয়ে যান। পরে সেখান থেকে আবার রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন সনাতন ধর্মালম্বীরা। এবারে সিলেটে রথযাত্রায় অর্ধ-শতাধিক দেবালয় অংশ নেয়। ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা উপলক্ষে কাজলশাহ এলাকায় যুগলটিলা ইসকন মন্দিরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ জানান, এবার প্রায় অর্ধ-শতাধিক দেবালয় রথযাত্রায় রথ নিয়ে অংশ নেয়। ৯ দিনব্যাপী এ রথযাত্রা উৎসব পালন হয়েছে। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার ২১টি দেবালয়কে চার লাখ ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছিলো। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো সিলেটে মেলা বসে। তবে এই মেলা এবার তেমন জমেনি। তার ওপর চাঁদাবাজির অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানদার জানান, তাদের টাকা দিয়ে দোকান বসাতে হয়েছে। এরপরও প্রতিদিন সন্ধ্যার পর কিছু যুবক এসে চাঁদা দাবি করে। তখন দিতে হয়। দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান লুট এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement