দেশজুড়ে

শিগগিরই আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

শিগগিরই দেশে একটি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আর সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল।  তিনি বলেন, বর্তমান সরকার কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এ জন্য একটি কমিটি করা হয়েছিল। আর সে কমিটি তাদের রিপোর্ট প্রদান না করায় কমিটিটি পুনর্গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর ওলামা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যারা শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা করে দেশে অশান্তি ও বি-শৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। ইসলামে সন্ত্রাস ও নৈরাজ্যের কোন স্থান নেই। ইসলামের মূল্যবোধ বিনষ্টকারীদের কাছ থেকে সতর্ক থাকার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি।গাজীপুর মহানগর ওলামা লীগের আহ্বায়ক মাওলানা মো. শাহীন মুন্সির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।পরে মাওলানা মো. শাহীন মুন্সিকে সভাপতি, মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর ওলামা লীগের কমিটি ঘোষণা করা হয়।                        আমিনুল ইসলাম/এমআরআই

Advertisement