জাতীয়

সোয়ান গার্মেন্টস শ্রমিকদের সমস্যা সমাধানে কমিটি গঠন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সোয়ান গার্মেন্টস শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়টি আন্তরিক ও মানবিকভাবে বিবেচনা করে শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ার কথা ভাবছে সরকার। এছাড়া সোয়ান গার্মেন্টস শ্রমিকদেরকে কিভাবে এবং কোন উৎস্য থেকে সহায়তা করা যায় তা ঠিক করতে এবং শ্রমিকদের সমস্যা সমাধানে ৯ সদসস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।রোববার দুপুরে সচিবালয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতাদের সঙ্গে এক বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।এছাড়া প্রতিমন্ত্রী আরো বলেন, শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ার জন্য মন্ত্রণালয়ের অধীনে শ্রমিক কল্যাণ ফান্ড রয়েছে।বৈঠকে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমদকে আহ্বায়ক করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সমন্বয়ে ৯ সদস বিশিষ্ট কমিটি সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী।বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার স্কপ নেতৃবৃন্দের মধ্যে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, স্কপ নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাকির হোসেন প্রমুখ।ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে গত ১২ জুলাই সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। বেতন না পেয়ে তারা রোববার ১৫ দিনের মতো সেখানে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এছাড়া বেতন পরিশোধে ব্যবস্থা নিতে শ্রমিকরা গত বৃহস্পতিবার দিলকুশায় ইসলামী ব্যাংকের কার্যালয় ঘেরাও করেন।উল্লেখ্য, গত এপ্রিলে সোয়ানের ব্যবস্থাপনা পরিচালক ইউন হন মারা যাওয়ার পর থেকে ঢাকার উত্তরার মোল্লারটেকে অবস্থিত কারখানাটি বন্ধ রয়েছে। সেই থেকে শ্রমিকরা বেতন-ভাতা না পেয়ে আন্দোলন করছেন।আরএস/এমআরআই

Advertisement