গোপালগঞ্জের মুকসুদপুর নামক স্থানে একটি নৈশকোচ খাদে পড়ে ৭ যাত্রী নিহত এবং অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরাইতলা নামক স্থানে সুগন্ধা পরিবহনের একটি নৈশ কোচ খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, পটুয়াখালীর হাসান (৩২), ঝালকাঠির অসীম মাঝি (২৮) ও আগৈলঝাড়ার দীপন বিশ্বাস (২৮)। বাকি ৪ যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৬ যাত্রী মারা যান।
এ ঘটনায় আহত হন অন্তত আরো ২৫ যাত্রী। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দীপন বিশ্বাসকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে সেখানে তার মৃত্যু হয়।
Advertisement
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হুমায়ূন কবীর/এফএ/এমএস