জাতীয়

বিমানবহরে যুক্ত হচ্ছে চারটি নতুন ড্রিমলাইনার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই বোয়িংয়ের তৈরি চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান যুক্ত হতে যাচ্ছে। তবে আনন্দের বিষয় হচ্ছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দেই চারটি ড্রিমলাইনারের নামকরণ হচ্ছে। কারণ শতাধিক নাম থেকে ৪০টি নাম পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেগুলো থেকে চারটি নাম পছন্দ করেন তিনি।

Advertisement

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নামগুলো পৌঁছে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে। চারটি উড়োজাহাজের নাম হচ্ছে— আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। এদিকে ড্রিমলাইনার বিমানগুলো পরিচালনার জন্য ১২ পাইলটকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বরাবরের মতো এবারও বিমানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের নাম পাঠান। তার মধ্য থেকে এই চারটি ড্রিমলাইনার আসছে অল্প কিছুদিনের মধ্যে। প্রথম বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আসবে এ বছরের আগস্টে, দ্বিতীয়টি নভেম্বরে এবং বাকি দুটি আসবে ২০১৯ সালের নভেম্বরে।

এসইউ/এমএস

Advertisement