বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম জাজ মাল্টিমিডিয়ার মুভি লাইব্রেরির অফিসিয়াল ডিজিটাল পার্টনার হলো। এতে করে বঙ্গ’র মাধ্যমে সারাবিশ্বের বাংলা সিনেমার দর্শকেরা জাজের ছবিগুলো অনলাইনে দেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের দায়িত্বও নিয়েছে বঙ্গ।
Advertisement
শনিবার বিকেলে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় বঙ্গ ও জাজের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।
বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই বলেন, ‘এখন অনেক খারাপ সময় যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে ফিল্ম মিডিয়াকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছুই করছে। অর্ধেক বঙ্গবিডি আর অর্ধেক জাজ মিলে একটি ডিজিটাল প্লাটফর্মে দাঁড়াবে আগামীতে, যা বাংলা ছবির জন্য ভালো কিছু বয়ে আনবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে ডিজিটাল প্লাটফর্মের কোনো বিকল্প নেই। অাশা করি সামনের দিনগুলো আমরা একসঙ্গেই কাজ করবো।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেশ-বিদেশের অনেক দর্শকই জাজের পুরোনো ছবিগুলো অনলাইনে দেখতে চান। কিন্তু না পেয়ে তারা মন খারাপ করে আমাদের বকেন। আশা করছি এবার সেই বকাবকি থামবে। খুব শিগগিরই আমাদের সবগুলো ছবি এক এক করে বঙ্গ প্লাটফর্ম থেকে বায়োস্কোপ, রবিটেলসহ সব ডিজিটাল মাধ্যমে দেখতে পাবেন।’
Advertisement
অনুষ্ঠানে বক্তারা জানান, মিডল ইস্ট, মালয়েশিয়া ও কলকাতাতেও একটি বড় মার্কেট রয়েছে বাংলা সিনেমার। সেখানকার মানুষও যাতে কন্টেন্টগুলো দেখতে পারে সেই ব্যবস্থাও করবে বঙ্গ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হৃদি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রোশান, নায়িকা পূজা চেরী প্রমুখ।
এলএ/এসএইচএস/আরআইপি
Advertisement