সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর, চাঁদাবাজি ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অবশেষে তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ অনুরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ অনুরঞ্জন দাস।বহিষ্কার ছাত্ররা হলেন, স্নাতক প্রথম বর্ষের জুয়েল আহমদ, অপু মালাকার ও নাহিদ আহমদ। একই ধরণের অভিযোগে জুয়েলের ভাই রুহেল আহমদকে তিন বছর পূর্বে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, অভিযুক্ত তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।প্রসঙ্গত, গত জুন মাসের শেষ সপ্তাহে কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষকদের অশালীন আচরণ করে কয়েকজন ছাত্র। এরপর থেকে শিক্ষকরা অভিযুক্ত ছাত্রদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।ছামির মাহমুদ/এআরএ/এমআরআই
Advertisement