বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবস নিয়ে বিভক্ত এফডিসি ও চলচ্চিত্রপাড়া

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির নেতাদের মধ্যে মতবিরোধের কোনো সমাধান হয়নি এখনো। আগামী ৩ এপ্রিল চলচ্চিত্র দিবস। মাত্র দুই দিন বাকি। আভাস পাওয়া যাচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েই পালিত হবে চলচ্চিত্র দিবস।

Advertisement

চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’ আলাদা ভাবে চলচ্চিত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এফডিসি আলাদাভাবে চলচ্চিত্র দিবস পালন করছে। চলচ্চিত্র দিবস পালন করতে গিয়ে এমন ঘটনা আগে ঘটেনি। দ্বিধা দ্বন্দ্বে আছেন যেমন এফডিসির কর্মকর্তা-কর্মচারীগণ তেমনি চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরাও।

প্রথমে সর্বসম্মতিক্রমে চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ সৈয়দ হাসান ইমামকে এবারের উৎসব উদযাপনের জাতীয় কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু মঙ্গলবার (২৭ মার্চ) বিএফডিসির এমডি আমীর হোসেন মোবাইলে কল দিয়ে সৈয়দ হাসান ইমামকে এই পদে না থাকার জন্য সৈয়দ হাসান ইমামকে অনুরোধ করেন। কারণ হিসেবে তিনি ওপর মহলের আদেশ আছে বলে জানান। এই খবর শুনেই চলচ্চিত্রের মানুষেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেনের (বিএফডিসি) এমডিকে নিয়ন্ত্রণ করা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ চেয়েছেন। সেখান থেকেই সূত্রপাত উৎসব নিয়ে বিভক্তির।

এখন পর্যন্ত আলাদাভাবে দুটি উৎসবেরই প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেল। এফডিসির এমডি আমীর হোসেনের সঙ্গে আজ শনিবার (৩১ মার্চ) দুপুরে যোগাযোগ করে জাগো নিউজ। চলচ্চিত্র দিবস পালন নিয়ে যে দ্বিধাদ্বন্দ তৈরি হয়েছে তার কোনো সমাধান হয়েছে কী না জানতে চাইলে এফডিসির এমডি বলেন ‘আমি তো কোনো ঝামেলা দেখি না। দিবসটি পালনের সবরকম আয়োজন চলছে। এখানে প্রতিবারের মতো চলচ্চিত্রসংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।’

Advertisement

কিন্তু চলচ্চিত্রসংশ্লিষ্টরা তো আন্দোন করছেন। তবে কারা থাকবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো মন্তব্য করতে চাই না। আমরা সবাই মিলেই চলচ্চিত্র দিবস পালন করবো এটাই সত্যি। প্রতি বছর যেভাবে চলচ্চিত্র দিবস পালিত হয় আমরা সেইভাবেই পালন করার চেষ্টা করে যাচ্ছি। অপেক্ষা করুন।’

আয়োজনের জন্য কী পরিকল্পনা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মুঠোফোন সব বলা সম্ভব নয়। দেখা হলে বিস্তারিত আলাপ হবে। সবার সহযোগিতা চাই।’

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা হাসান ইমাম ভাইয়ের নেতৃত্বে আলাদা ভাবে চলচ্চিত্র দিবসের আয়োজন করবো। এফডিসিতেই এই আয়োজন হবে। সব প্রস্তুতি নেয়া হচ্ছে।’

সরকারিভাবেও তো আয়োজন হবে? জায়েদ খান বলেন, ‘তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চলচ্চিত্র দিবস উদযাপন করবো আমাদের শ্রদ্ধাভাজন হাসান ইমামকে নিয়েই। যেখানে শিল্পী ও কলাকুশলীদের সম্মান থাকে না সেখানে আমরা কোনোভাবেই যাবো না।’

Advertisement

এমএবি/এলএ/জেআইএম