তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৮’। ১৫ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হবে এ সামিট। দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ১৬ এপ্রিল। প্রধান অতিথি হিসেবে বিপিও সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
Advertisement
তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদফতর বিপিও সামিটকে সফল করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সেমিনার হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক এ কে এম খায়রুল আলম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব সুবীর কিশোর চৌধুরী ও বিপিও সামিটের প্রজেক্ট সমন্বয়ক শারমিন কবির প্রমুখ।
Advertisement
এসইউ/এমএস