ইতালিতে ডাক্তার হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশি সাকিব আহম্মেদ। পরিশ্রম সফলতার চাবিকাঠি তার জলন্ত প্রমাণ দেখালেন ডাক্তার হয়ে। তার এ সফলতায় প্রবাসীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছে।
Advertisement
সাকিব সফলতার বিষয়ে জানান, আজকের অবস্থানে আসার পেছনে বাবা-মায়ের অবদান আমার কাছে সবচেয়ে বেশি। বিশেষ করে পরিবারের সহযোগিতা থাকার কারণে আজ আমি ডা. সাদিক হতে পেরেছি। ইতালিতে ডাক্তার হতে পেরে একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। নিজের ক্যারিয়ার গঠন করতে পেরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৯২ সালে সাকিব কুমিল্লা জেলার তিতাস থানায় জন্মগ্রহণ করেন। মাত্র ৩ বছর বয়সে পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমায়। ২০১২ সালে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে তরভেরগাতা ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিন ও সার্জারি বিভাগে ভর্তি হন।
চলতি বছরে ২০১৮ কৃতিত্বের সঙ্গে তরভেরগাতা ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন। ইউনিভার্সিটির জেনারেল প্যাথলজি বিভাগের প্রধান জি প্রফেসর ডা. ভিটরিও মঞ্জারি এই কৃতিত্বের জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Advertisement
রোমের অদূরে ফ্রাসকাটি শহরে বসবাস করেন ডা. সাকিব। পিতা বশির আহমেদ একজন ব্যবসায়ী। মাতা জাহানারা আক্তার গৃহিনী। বোন পাপিয়া আক্তার আইন পেশায় রয়েছেন। সন্তানের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বাবা বলেন, সাকিবের স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রত্যাশা ডা. সাকিব বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই সাফল্য প্রজন্মের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
এমআরএম