খেলাধুলা

স্মিথদের জন্য সহানুভূতি শচীনের

স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের জন্য সহানুভূতি প্রকাশ করলেন ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়ে দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিকদের সামনে মুখ খোলেন স্মিথ। সিডনি বিমান বন্দরে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই ভিডিও সামনে আসার পরই বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে অভিযুক্ত অসি খেলোয়াড় এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন শচীন টেন্ডুলকার

Advertisement

বল টেম্পারিং কাণ্ডে আগে সমালোচনা করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় স্মিথদের প্রতি সমবেদনা ব্যক্ত করে টুইট করেন মাস্টার ব্লাস্টার। সেখানে তিনি লেখেন, ‘ওরা অনুতপ্ত এবং এ ঘটনায় কষ্ট পাচ্ছে। সারাজীবন ওদেরকে এই তিক্ত ঘটনা বয়ে বেড়াতে হবে। ওদের পরিবারের জন্য সমবেদনা, খেলোয়াড়দের সঙ্গে পরিবারকেও অনেক কিছু সহ্য করতে হবে। এবার আমাদের সমালোচনা ছেড়ে পিছিয়ে আসার সময় হয়েছে। ওদেরও সময় দেওয়া হোক।’

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগে অধিনায়ক ও সহ-অধিনায়ক স্মিথ এবং ওয়ার্নারকে একবছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিভি ক্যামেরায় ধরা পড়া অন্য অভিযুক্ত ওপেনার ক্যামেরন বেনক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ঘটনার জেরে অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকেও ইস্তফা দিয়েছেন কোচ ড্যারেন লেম্যান।

বল টেম্পারিংয়ের বিষয়টি শুরুতে মোটেও মেনে নিতে পারেননি শচীন। এ কারণে স্মিথদের কড়া সমালোচনা করে বুধবার টুইট করেছিলেন লিটল মাস্টার। সেখানে লিখেছিলেন, ‘ক্রিকেট হল জেন্টলম্যান গেম। আমি বিশ্বাস করি এটা সৎভাবেই খেলা উচিৎ। যেটা ঘটেছে দূর্ভাগ্যজনক! ঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। জেতাটা গুরুত্বপূর্ণ; কিন্তু কিভাবে জিতছ সেটা আরও গুরুত্বপূর্ণ।’

Advertisement

আইএইচএস/পিআর