খেলাধুলা

বুট-অন্তর্বাস পেতে যৌনকাজে আর্জেন্টিনার খুদে ফুটবলাররা

একজোড়া বুট কিংবা অন্তর্বাস-ছোট এই জিনিসগুলোর জন্যও যৌনকাজে বাধ্য হচ্ছে আর্জেন্টিনার খুদে ফুটবলাররা। এই কাজগুলোও গোপনে-নিভৃত কোনো স্থানে হচ্ছে না। হচ্ছে ইন্ডিপেনডিয়েন্তের মতো আর্জেন্টিনার পেশাদার একটি ক্লাবে, এমনটাই জানিয়েছেন ব্যুয়েন্স আয়ার্সের একজন প্রসিকিউটর।

Advertisement

আর্জেন্টিনার নামজাদা এবং সফল এই ক্লাবের গোমড় ফাঁস করে দিয়েছেন তাদেরই ক্লাবের ১৭ বছর বয়সী এক বালক। ক্লাবের মনোবিদকে ওই বালক জানিয়েছে, সে এবং তার ১৯ বছর বয়সী এক বন্ধুকে অবৈধ যৌনকর্মের প্রস্তাব দেয়া হয়। তাদের বলা হয় ব্যুয়েন্স আয়ার্সেরই উপকন্ঠে একজন প্রাপ্তবয়স্ক লোকের সঙ্গে যৌনকার্যে লিপ্ত হতে।

চাঞ্চল্যকর এই খবর ফাঁস হওয়ার পর আর্জেন্টিনার রাজধানীতে ইন্ডিপেনডিয়েন্তের বোর্ডিং সুবিধা পাওয়া ১৩ থেকে ১৯ বছর বয়সী ৫০ জনের বেশি বালককে ডেকে পাঠান পাবলিক প্রসিকিউটর মারিয়া সোলেদেদ গারিবালদি। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি পাঁচজন ছেলের সঙ্গে কথা বলেছি। এদের মধ্যে তিনজন আমাকে কিছু তথ্য দিয়েছে। তাদের একজন বলেছে, যৌনতার ঘটনা ঘটেনি। তবে তাদের প্রস্তাব দেয়া হয়েছে। বাচ্চারা জানে, সেখানে কিছু হচ্ছে। তারা আমাকে জানিয়েছে, একজোড়া বুট কিংবা অন্তর্বাসের জন্য তাদের এমন প্রস্তাব দেয়া হয়েছে।’

এই কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ফুটবল রেফারি মার্টিন বুস্তোস এবং তার আইনজীবী। সন্দেহ করা হচ্ছে, আলামত লুকানোর জন্য মোবাইল ফোন নষ্ট করেছেন বুস্তোসের আইনজীবী।

Advertisement

পাবলিক প্রসিকিউটর মারিয়া সোলেদেদ গারিবালদি সন্দেহ করছেন, অন্য ক্লাবগুলোতেও এমন নেটওয়ার্ক থাকতে পারে। তবে ক্লাবের মধ্যে এমন কান্ড হচ্ছে জেনে মোটেই অবাক হননি ইন্ডিপেনডিয়েন্তের কোচ এরিয়েল হোলান। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও এতে আমি বিস্মিত নই। এটা এমন একটা বিষয় যা গোপন ছিল। এটা সমাজেরই একটি সমস্যা- ড্রাগ, অ্যালকোহল কিংবা ট্রাফিকের মতো। এটা শুধু খেলাধুলা কিংবা ইন্ডিপেনডিয়েন্তের মধ্যেই সীমাবদ্ধ নয়।’

রেপ ভিকটিম চ্যারিটির আইনজীবী আন্দ্রেস বনিকেলজি মনে করছেন, পরিবার থেকে দূরে থাকা শিশুদের অপরিপক্কতার সুযোগটাই নিচ্ছে কুকর্মকারীরা। তিনি বলেন, ‘তারা ক্লাবকে রোল মডেল হিসেবে দেখে, এটাকে তারা বাবার মতো মনে করে। নিজেদের বাবা থেকে তাদের অনেক দূরে থাকতে হয়। (কুকর্মকারীরা) তাদের অপরিপক্কতার সুযোগ নেয়।’

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চতুর্থ সফল ক্লাব ইন্ডিপেনডিয়েন্তে। তারা দক্ষিণ আমেরিকার 'উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ'খ্যাত কোপা লিবারটেডরস জিতেছে সাতবার। কখনই এই টুর্নামেন্টের ফাইনাল হারেনি ক্লাবটি।

এমএমআর/এমএস

Advertisement